যে জীবে ক্যান্সার নেই
যে জীবে ক্যান্সার নেই
-নাফিছ ইকবাল তানবিন (Guest Writer)
(E-mail: nafeesiqbaltanbin@gmail.com)
ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। ভাগ্যবান এবং তীব্র মানসিক শক্তি না থাকলে ক্যান্সার এর সাথে লড়াই করে বেঁচে আসা প্রায় অসম্ভব। কিন্তু আমরা কি জানি হাতে গোনা কিছু প্রজাতি এই দিক থেকে এতই ভাগ্যবান যে জীবদ্দশায় তাদের ক্যান্সারই হয়না?
আমাদের এই পৃথিবীতে বৈচিত্র্যপূর্ণ প্রাণি রয়েছে। তাদের মধ্যে রয়েছে আকার আকৃতি ও বৈশিষ্ট্যগত বৈচিত্র্য। কেউ মিলিমিটার থেকেও ছোট, কেউবা কয়েকশ মিটারের চেয়েও বড়। তেমনই একটি বৈচিত্র্যময় বৃহদাকার প্রাণি তিমি, যার কখনও ক্যান্সার হয় না।
তিমির শরীরে মানুষের শরীরের চেয়ে কয়েকশ বিলিয়নের চেয়েও বেশী কোষ আছে। সুতরাং, তাদের শরীরে ক্ষতিকারক মিউটেসন বিকাশের সুযোগ আরো বেশী। প্রাথমিকভাবে ক্যান্সার হয় যখন অস্বাভাবিক কোষ বিভাজন ঘটে। কোষ বিভাজনে যখন কোনো সমস্যা হয় তখন কোষ বেশীরভাগ সময় নিজেই তার সমাধান প্রক্রিয়া বের করে তার সমাধান করে। যখন সমাধান করতে ব্যর্থ হয় তখন সৃষ্টি হয় ক্যান্সার কোষের।

প্রাণি যত বাঁচে তার মধ্যে তত কোষ বিভাজন হয়। তত ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তিমি বেশির ভাগ স্তন্যপায়ী প্রাণিদের মধ্যে সবচেয়ে বেশি বাচে, সুতরাং তাদের শরীরে কোষ বিভাজন বেশি সময় হয় এবং তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সেই তিমির ক্যান্সার হয় না!
বিজ্ঞানী মার্ক টলিস এই বিষয়টি নিয়ে অনেক গবেষণা করেছেন। তিনি মূলত তিমি মাছের DNA নিয়ে গবেষণা করেছেন। তিনি স্তন্যপায়ী প্রাণিদের সাথে তিমির DNA তুলনা করেছেন। দেখতে পেলেন, তাদের DNA তে কিছু মিল-অমিল রয়েছে। তিমি DNA তে এমন কিছু অংশ আছে যা অন্যান্য প্রাণি থেকে দ্রুততর কোষ চক্র, কোষ বিভাজন ও DNA পূর্ণগঠন নিয়ন্ত্রণ করে, যা সাধারন কোষ কার্যক্রমের জন্য খুবই প্রয়োজনীয়। তাছাড়া তিমির DNA তে টিউমার রোধী অনেকগুলো জিন রয়েছে, যা তিমিকে ক্যান্সার থেকে রক্ষা এবং ক্যান্সার কোষ বিকাশ প্রতিরোধ করে। তিমির কোষে এই ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্যই তাকে ক্যান্সার হওয়া থেকে রক্ষা করে। এই কারণে তিমির ক্যান্সার হয় না। এটাকে অনেক সময় "Peto's paradox" ও বলা হয়।
যে জীবে ক্যান্সার নেই
Reviewed by Biggan Janala
on
May 23, 2020
Rating:
Reviewed by Biggan Janala
on
May 23, 2020
Rating:



No comments