আর্সেনিক

 ARSENIC, king of poisons, is it?

– SHAHRIAR ABDULLAH 

Date: 12 June, 2021

আর্সেনিক; একটি অতি পরিচিত শব্দ। স্বাস্থ্যের জন্য অতি মাত্রায় ক্ষতিকর এবং ক্যানসার সৃষ্টিকারী পদার্থ হিসেবে পরিচিত পর্যায় সারণীর ৩৩ নাম্বার মৌলটির নতুন কিছু পরিচয় সম্পর্কে আজকে আমরা জানব, ইনশাআল্লাহ।





১. ডায়োড, ট্রানজিস্টর হিসেবে সেমিকন্ডাক্টরকে ব্যবহার করার জন্য একে ডোপিং করতে হয়, অর্থাৎ, সেমিকন্ডাক্টরের সাথে অতি অল্প মাত্রায় (প্রায় ১ কোটি সেমিকন্ডাক্টর পরমাণুতে ১টি ভিন্ন পরমাণু) অন্য পদার্থ মেশানে হয়। ফলে n type ও p type সেমিকন্ডাক্টর উৎপন্ন হয়। আর্সেনিক মূলত n type সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত হয়।





২. শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের কাঁচ তৈরিতে আর্সেনিকের বহুল ব্যবহার রয়েছে।


৩.এছাড়াও কাঠ সংরক্ষণে আর্সেনিকজাত প্রিজারভেটভসের ব্যবহার রয়েছে।


৪. গাড়ির ব্যাটারি ও বুলেট তৈরিতেও কখনো কখনো আর্সেনিক ব্যবহার করা হয়।


৫. লেড বা সীসার সাথে আর্সেনিক মিশিয়ে অনেক শক্ত সংকর ধাতু উৎপাদন করা যায়।


৬. লেজার লইটে গ্যালিয়াম আর্সেনাইড ব্যবহার করা হয় electricity to coherent light conversion এর জন্য।


৭. আর্সেনিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও কোনো বিজ্ঞানি মনে করেন, মানব দেহে স্নায়ুতন্ত্রের স্বাভাবিক গঠন ও বিকাশে অতি অল্পমাত্রায় (০.০০০০১%) আর্সেনিক প্রয়োজন।


৮. পেটের সমস্যা, ঘুমের সমস্যা, দুশ্চিন্তা, হতাশা, OCD (obsessive-compulsive disorder) প্রভৃতি রোগের জন্য হোমিওপ্যাথিক ঔষধ তৈরিতে অতি অল্প মাত্রায় আর্সেনিক ব্যবহৃত হয়।


৯. ফাওলারের দ্রবণের (দ্রবণীয় পটাশিয়াম আর্সেনেট) অন্যতম উপাদান আর্সেনিক। ব্যথানাশক হিসেবেও আর্সেনিকজাত ঔষধের ব্যবহার রয়েছে।


১০. কখনো কখনো এক ধরনের ব্লাড ক্যান্সারের (acute promyelocytic leukemia) ঔষধ হিসেবে আর্সেনিকজাত ঔষধ সেবন করতে দেয়া হয়।


১১. জার্মান বিজ্ঞানী Paul Ehrlich ১৯১০ সালে salvarsan (arsphenamine নামেও পরিচিত) আবিষ্কার করেন, যা ১৯৪০ এর দিকে পেনিসিলিন সহজলভ্য হওয়ার পূর্ব পর্যন্ত দুরারোগ্য ব্যাধী সিফিলস (syphilis) এর অন্যতম ঔষধ হিসেবে সুপরিচিত ছিলো।





১২. এছাড়া মুরগির বিভিন্ন রোগপ্রতিরোধে ও ওজন বৃদ্ধিতপ পোল্ট্রি ফিডে আর্সেনিক অল্প মাত্রায় ব্যবহার করা হয়।


সুতরাং এটি স্পষ্ট যে, পৃথিবীতে কোনো বস্তু অত্যন্ত ক্ষতিকর হলেও তার কিছু না কিছু উপকারী দিক রয়েছে।
মহান সৃষ্টিকর্তা কোনো কিছুই অযথা সৃষ্টি করেননি। 
আর্সেনিক আর্সেনিক Reviewed by Biggan Janala on June 12, 2021 Rating: 5

No comments

CHEMISTRY

3/CHEMISTRY/small-col-right

Main Slider

5/Slider/slider-tag