Weyl Fermion

ভাইল ফার্মিয়ন

- S. M. Ryhanul Islam

Princeton University এর পদার্থবিদ্যার অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হাসান ২০১৫ সালে সারা বিশ্বকে চমকে দেন ভাইল ফারমিওন নামক কণা আবিষ্কারের মাধ্যমে। অথচ আপনি হয়তো এই বাঙালি বিজ্ঞানীর নামটা পর্যন্ত জানেন না। চলুন আজকে এই "ভাইল ফারমিওন" এবং এর আবিষ্কারক সম্পর্কে জানা যাক।




পদার্থবিদ ও গণিতবিদ হারম্যান ভাইল, (Hermann Weyl) ১৯২৯ সালে ভাইল ফারমিওন কণার অস্তিত্বের ভবিষ্যদ্বাণী করেন। তার মতে , ভাইল ফার্মিয়ন ভরহীন কণা যা চার্জ বহন করে। কিন্তু সাধারণ ফারমিওন কণাসমূহ ভর যুক্ত হয়। ভাইল ফারমিয়নগুলো দুই প্রকারঃ  ১। ডানহাতি ও ২. বামহাতি। অর্থাৎ কণাগুলো একইদিকে নাহয় বিপরীতদিকে স্পিন করে।




জাহিদ হাসান বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং এখানেই তিনি বড় হন। তিনি ১৯৮৬ সালে মাত্র ১৬বছর বয়সেই তার প্রথম বিজ্ঞান বিষয়ক বই "এসো ধূমকেতুর রাজ্যে" লেখেন।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে ক্লাস করেন এবং স্কলারশিপ নিয়ে University of Texas - এ অধ্যয়ন করেন। সেখানে তিনি নোবেল বিজয়ী Steven Weinberg এর ক্লাস করেন। তিনি ২০১১ সালে Princeton University এর পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হিসাবে যোগদান করেন।



তবে এই ভাইল ফারমিয়ন পৃথিবীকে কী দিবে?

আধুনিক ইলেকট্রনিক্স এর মূলে আছে ইলেকট্রন। ইলেকট্রন  ঋণাত্মক চার্জযুক্ত  ও ভরযুক্ত  কণা।  তাই ইলেকট্রন পরিবাহীর মধ্যে প্রবাহিত হওয়ার সময় তার গতি বাধাগ্রস্ত  হয়, যা ইলেকট্রনিক যন্ত্রকে উত্তপ্ত করে এবং এর গতিকে  ব্যাহত করে। এদিকে ভরহীন ভাইল ফারমিয়ন আধুনিক ইলেকট্রনিক্স  এ সম্ভাবনাময়ী কণা।  দুটি ভাইল ফারমিয়ন সমন্বয়ে ভাইল ইলেকট্রন বানানো যেতে পারে। ভাইল ইলেকট্রন ভরহীন,  যা ইলেকট্রনিক্স যন্ত্রাংশের গতি ও দক্ষতা বাড়াবে এবং  তাপ সমস্যা দূরীভূত করবে। 




জাহিদ হাসান এবং তার দল তত্ত্ব দেন যে Quasi কণা হিসেবে ট্যানট্যালাম আর্সেনাইড এর স্ফটিকে ভাইল ফার্মিওন এর অস্তিত্ব থাকার কথা৷ পরবর্তীতে Princeton University এর গবেষণাগারে তিনি এই কণার অস্তিত্ব শনাক্ত করেন। তার এই খোঁজ বিশ্ববিখ্যাত "SCIENCE" ম্যাগাজিনে প্রকাশিত হয়।
 


তিনি তাঁর আবিষ্কারের মাধ্যমে দেখিয়ে দেন যে বিজ্ঞানের প্রতি প্রবল ইচ্ছা থাকলে যে কেউই সফল হতে পারে। তিনি বাংলার বিজ্ঞানমনা মানুষদের প্রতিনিধি এবং বাংলার গৌরব।
Weyl Fermion Weyl Fermion Reviewed by Biggan Janala on February 11, 2021 Rating: 5

No comments

CHEMISTRY

3/CHEMISTRY/small-col-right

Main Slider

5/Slider/slider-tag