রুবিক্স কিউব ও এর পেছনের ইতিহাস
রুবিক্স কিউব ও এর পেছনের ইতিহাস
-Montasir Jim
বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে মানুষের শখ ও অবসর সময় কাটানোতে অনেক ভিন্নতা আসলেও জনপ্রিয়তার দিক দিয়ে রুবিক্স কিউবিং বরাবরই শীর্ষস্থান দখল করে রেখেছে।কিন্তু কেন এই রুবিক্স কিউব এত জনপ্রিয়তা পেল?এর আবিষ্কার কেনই বা হয়েছিল এবং কেই বা করেছিল?এর সাথে বিজ্ঞান এর সম্পর্ক কি? মাঝে মাঝে হয়তো আমাদের মাথায় এই প্রশ্নগুলি খেলে। এবার তাহলে এর আবিষ্কার এর পেছনের গল্প এবং এর সাথে বিজ্ঞান এর কিছু দিক নিয়ে কিছু কথা বলা যাক।
১৯৭৪ সালে হাঙ্গেরির আর্কিটেক্ট বিভাগের অধ্যাপক এরনো রুবিক তার ছাত্রদের ত্রিমাত্রিক বস্তুর মডেল ও এর কিছু জ্যামেতিক বিষয় বোঝাতে গিয়ে রুবিক্স কিউব আবিষ্কার এ অনুপ্রাণিত হন।তিনি প্রথম যেই রুবিক্স কিউবটি বানিয়েছিলেন তা ছিল কাঠের এবং মজার বিষয় এই যে, এটি আবিষ্কার এর এক মাস অবধি তিনি জানতেন না যে কিভাবে এটি সলভ করতে হবে।এক মাস পর তিনি এটি সমাধানের একটি কোড বের করেন এবং দেখতে পান এটিতে ৪৩,২৫২,০০৩,২৭৪,৪৮৯,৮৫৬,০০০ টি সম্ভাব্য বিন্যাস রয়েছে।যার মানে হল এটিকে এত সংখ্যক বার সাজানো যায়।
শুরুতে এটির নাম ছিল ‘ম্যাজিক কিউব’। ১৯৭৫ সালে এটিকে আন্তরজাতিকভাবে বাজারজাত করার পর এটির নাম দেয়া হয় রুবিক্স কিউব।সারাবিশ্বে এটি তখন তুমুল জনপ্রিয়তা অর্জন করে।যার ফলস্বরূপ ১৯৮০ ও ১৯৮১ সালে পরপর দুই বছর এটিকে ‘টয় অব দা ইয়ার’ ঘোষণা করা হয়।এটি আজ পর্যন্ত ৩০০ মিলিয়ন ইউনিট এর উপর বিক্রি হয়েছে। শুধু রুবিকস কিউব নয়,এ বিষয়ে পাট্রিক বসারট এর লেখা ‘ ইউ ক্যান ডু দা কিউব ’ বইটির ১.৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।১৯৮২ আলে রুবিক্স কিউব এর উপর প্রথম প্রতিযোগিতা চালু হয়।১৯৯৭ সালে এটি সমাধানের নতুন নিয়ম নিয়ে হাজির হন জেসিকা ফ্রিদ্রিখ ।ফিদ্রিখ এর নিয়ম অনুযায়ী কিউব সমাধান করা আরও সহজ হয়ে ওঠে। ২০০৩ সালে গঠিত হয় ওয়ার্ল্ড কিউব আসোসিয়েসন।যার ফলে প্রতিভাবান অনেক স্পীড কিউবাররা বিশ্ব মঞ্চে নিজেদেরকে তুলে ধরার সুযোগ পেয়েছে।
সত্যই বলা চলে রুবিক্স কিউব একটি চমৎকার আবিষ্কার ।
রুবিক্স কিউব ও এর পেছনের ইতিহাস
Reviewed by Biggan Janala
on
March 29, 2020
Rating:
Reviewed by Biggan Janala
on
March 29, 2020
Rating:




nice
ReplyDeleteJoss
ReplyDeleteচমৎকার
ReplyDelete