অনিশ্চয়তাঃ সৃষ্টির বিষ্ময়কর ধর্ম


অনিশ্চয়তাঃ সৃষ্টির বিষ্ময়কর ধর্ম  

-S M RYHANUL ISLAM (Guest Writer)
(E-mail: smryhanulislam@gmail.com)

আমাদের অধিকাংশই "অনিশ্চয়তা নীতি" বা "Uncertainly Principle" এর সাথে পরিচিত। কিন্তু  অনেকেরই এ বিষয়ে স্পষ্ট ধারণা বা সম্যক জ্ঞান নেই। আমাদের কলেজের বইগুলাতেও এ নিয়ে যা লিখা আছে তা অসম্পূর্ণ।  তাই আমি "অনিশ্চয়তা নীতি" নিয়ে আলোচনা করবো।

"অনিশ্চয়তা নীতি" সম্পর্কে জানতে আমাদের অবশ্যই "কোয়ান্টাম তত্ত্ব" নিয়ে অল্প কিছু জ্ঞান রাখতে হবে। 
কোয়ান্টাম তত্ত্বের মূল বিষয় এই যে, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের (যেমনঃ আলোক তরঙ্গ) নিঃসরণ অবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন এবং শক্তির ক্ষুদ্রতম প্যাকেট আকারে। এই প্যাকেটের নাম "কোয়ান্টাম"। নির্দিষ্ট তরঙ্গদৈঘ্যের তরঙ্গের কোয়ান্টামের শক্তিও নির্দিষ্ট।

কোয়ান্টাম তত্ত্বের সমীকরণিক রূপ-


E ∝ ν




 (কম্পাঙ্ক) এবং E ∝ 1/⅄
E= hν



এখানে, E হল শক্তি, h হল প্লাঙ্কের ধ্রুবক এবং ν হল তরঙ্গের কম্পাংক। আর (লেমডা) হল তরঙ্গের দৈর্ঘ্য।
অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য যত বেশি,কোয়ান্টামের মান তত কম। বিপরীতভাবে তরঙ্গদৈর্ঘ্য যত কম, কোয়ান্টামের মান ততই বেশি।

এখন আসি অনিশ্চয়তা নীতিতে। ১৯২৬ সালে জার্মান বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ তার বিখ্যাত "অনিশ্চয়তা নীতি প্রস্তাব" করেন। তিনি বলেন ' কেউ কখনো কোনো ক্ণার নির্দিষ্ট সময়ে অবস্থান ও বেগ একই সাথে সঠিকভাবে মাপতে পারবে না। ক্ণার অবস্থান যতই সুক্ষ্মভাবে মাপতে পারবে, ততই বেগের পরিমাপকৃত মানে ত্রুটি দেখা দিবে। আবার, বেগ যত সুক্ষ্মভাবে মাপবে, ততই আবস্থান অনিশ্চিত হবে।' 

এর সমীকরণিক রূপ-


∆x × m∆V ≥ ħ/2

∆x × ∆p ≥ ħ/2

এখানে,  ∆x হলো অবস্থানের ত্রুটি।
∆v হলো বেগের ত্রুটি।
m হলো ক্ণার ভর।
∆p ভরবেগের ত্রুটি।
এবং, ħ হলো প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক।
কেন এমনটি ঘটে? কেন আমরা কণার অবস্থান ও বেগ একই সাথে সঠিকভাবে মাপতে পারি না?




এর কারণ কোনো কণার অবস্থান জানতে হলে তার উপর আলো ফেলতে হবে। কিছু আলো প্রতিফলিত হয়ে আসবে এবং এর অবস্থান জানা যাবে।একটি কণার অবস্থান কখনই তরঙ্গের নিকটবর্তী দুই চূড়ার মধ্যবর্তী দূরত্বের চেয়ে সূক্ষ্মভাবে মাপা সম্ভব নয়।




তাই, যথাসম্ভব সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিতে হবে। আবার কেউ ইচ্ছেমতো  অল্পটুকু আলো ব্যবহার করতে পারবে না ‌, অন্তত একটি কোয়ান্টাম ব্যবহার করতে হবে।এখন 'কোয়ান্টাম তত্ত্ব' মতে যত ছোট তরঙ্গ দৈর্ঘ্য , কোয়ান্টামের শক্তি তত বেশি।তাই ,এই কোয়ান্টাম,পরীক্ষনিয় কণার শক্তির পরিবর্তন ঘটাবে।ফলে, কণাটির বেগের লক্ষণীয় পরিবর্তন ঘটবে। অর্থাৎ বেগ অনিশ্চিত হয়ে যাবে । বিপরীতভাবে বেগ সঠিকভাবে মাপলে অবস্থান অনিশ্চিত হয়ে যাবে।
'অনিশ্চিয়তা নীতি' প্রকৃতির এক মৌলিক ও অপরিহার্য ধর্ম।
এ নীতি মারকিস দি লাপ্লাস দ্বারা উপস্থাপিত ধারণার খন্ডন করে। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে , মহাবিশ্বের সমস্ত ঘটনা নির্ধারণযোগ্য বা অনুমেয় । তিনি ভাবতেন মে একগুচ্ছ সূত্র থাকবে ,তা দ্বারা মহাবিশ্বের চলমান সব ঘটনা অনুমান করা যাবে। অর্থাৎ কোনো মুহূর্তে মহাবিশ্বের সমগ্র অবস্থা জানতে পারব ।
হাইজেনবার্গে তা ভুল প্রমাণ করেছিলেন । কেননা,কেউ যদি একটি কণার বর্তমানই ঠিকমতো নির্ণয় করতে না পারে , ভবিষ্যত অবস্থা কিভাবে পারবে! মহাবিশ্ব তো দূরের কথা ।
হাইজেনবার্গের এই প্রচেষ্টা তাকে শ্রোডিঞ্জার এবং ডিরাককে নতুন বলবিদ্যা তৈরির প্রেরণা দেয় যার নাম ' কোয়ান্টাম বলবিদ্যা'।



অনিশ্চয়তাঃ সৃষ্টির বিষ্ময়কর ধর্ম অনিশ্চয়তাঃ সৃষ্টির বিষ্ময়কর ধর্ম  Reviewed by Biggan Janala on June 04, 2020 Rating: 5

No comments

CHEMISTRY

3/CHEMISTRY/small-col-right

Main Slider

5/Slider/slider-tag