স্বচ্ছ চোখের অস্বচ্ছ অংশ
স্বচ্ছ চোখের অস্বচ্ছ অংশ
-Shahriar Abdullah
প্রাণীদেহের স্বচ্ছ অঙ্গসমুহের মাঝে সর্বাগ্রে উল্লেখযোগ্য হল চোখ। চোখের মাধ্যমে আমরা দর্শন অনুভূতি লাভ করি।
মানব চোখের কথা বললেই সাদা স্ক্লেরার মাঝে কালো লেন্সের ছবি মনের পর্দায় ভেসে উঠে। এই চোখের বিভিন্ন অংশ রয়েছে। যেমন : স্ক্লেরা, আইরিশ, লেন্স, কোরয়েড, রেটিনা, অপটিক স্নায়ু ইত্যাদি। এর মধ্যে অন্যান্য অংশ গুলোর তুলনায় স্ক্লেরা সম্বন্ধে আমাদের অধিকাংশেরই কম জানাশোনা রয়েছে।
স্ক্লেরা মূলত প্রোটিন (কোলাজেন ও কিছু ইলাস্টিক ফাইবার) দ্বারা গঠিত চোখের বহিস্থ ও অস্বচ্ছ সাদা আবরণ। তবে লেন্সের সামনে এটি স্বচ্ছ পর্দায় পরিণত হয় এবং একে বলা হয় কর্নিয়া। এই কর্নিয়া ধুলোবালি থেকে চোখকে রক্ষা করে এবং চোখকে সিক্ত ও পিচ্ছিল রাখে।
তবে অন্য প্রাণী থেকে মানুষের চোখের স্ক্লেরা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। অন্যান্য প্রাণীদের চোখের স্ক্লেরা (বাহ্যিক অংশ), চোখের লেন্সের সাথে সাদৃশ্যপূর্ণ। কিন্তু একজন সুস্থ মানুষের স্ক্লেরা সাদা রঙের।
অনুসন্ধিৎসু মন কখনোই থেমে থাকে না। সে সবসময়ই জানতে চায় কি হয়, কিভাবে হয়, কেনোই বা হয়। প্রকৃতপক্ষে মানুষের চোখ মহান সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি। মানুষের চোখের স্ক্লেরা তার সাধারণ কাজ ব্যতীত আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।
যেমন :
মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম বাকযন্ত্র হলেও আমরা সকলেই জানি মানুষের চোখের ভাষা ঠিক কতটা অর্থবহুল। আর চোখের মাধ্যমে ইশারা করা বা যোগাযোগ করা সম্ভব হয়েছে স্ক্লেরা সাদা রঙের হওয়ার কারণেই। যদি আমাদের চোখের লেন্সের রঙ এবং স্ক্লেরার রঙ একই হতো, তবে আমরা কি ইশারা করছি তা অন্যজন বুঝতো না বা বুঝানো অনেক কষ্টসাধ্য ব্যপার হতো। তাছাড়া, আমাদের এই স্ক্লেরা দেহের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবেও কখনো কখনো কাজ করে। যেমন চোখ হলুদ হওয়া জন্ডিস রোগের একটি লক্ষ্মণ। আবার কিছু ক্ষেত্রে কিডনি ও লিভার ফেইলরে স্ক্লেরা কালচে রং ধারণ করে। এছাড়া Osteogenesis Imperfecta এর কারণে চোখের রঙ নীলচে হতে পারে।
সুতরাং কখনোই দেহের কোনো অংশকে অপ্রয়োজনীয় মনে করা উচিৎ নয়।
এ বিষয়ে আরও জানতে ভিজিট করুন:
স্বচ্ছ চোখের অস্বচ্ছ অংশ
Reviewed by Biggan Janala
on
April 05, 2020
Rating:
Reviewed by Biggan Janala
on
April 05, 2020
Rating:




No comments